ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে খোলা শৌচাগার নির্মাণ নিয়ে ব্যবসায়ীকে রক্তাক্ত জখম ও প্রবাসী বৃদ্ধসহ ৪জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে পৌর সদরের ৬নং ওয়ার্ডের সাফুয়া গ্রামের মোল্লা বাড়িতে।
জানা গেছে,
ফরিদগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মহসিন মোল্লা একটি কাঁচা শৌচাগার নির্মাণ করে ব্যবসায়ী ইব্রাহিম মোল্লার বসত ঘরের পাশে।
এঘটনায় ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা বাঁধা দিলে আজ সোমবার সকাল ১০টার দিকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলায় মহসিন মোল্লা। গুরুতর আহত ইব্রাহিম মোল্লা বৃদ্ধা মা ছোট ভাই প্রবাসী মহিউদ্দিন ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ইব্রাহিম মোল্লা বলেন, আমি মহসিন মোল্লার ভাই শাহ আলম মোল্লার কাছ থেকে মোটা অংকের টাকা পাওনা রয়েছি। টাকা চাইলেই সে একটা ঝামেলা সৃষ্টি করে।ওই লেনদেনের ঘটনার রেশ ধরে কাঁচা শৌচাগার করার চেষ্টা করে।আমি বাঁধা দেই বাঁধা দিলে সে দল বল নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে মহসিন মোল্লার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
এ বিষয়ে ইব্রাহিম মোল্লা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান ইব্রাহিম মোল্লার মাথায় কয়েকটি সিলাই লেগেছে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।