1. haimcharbarta2019@gmail.com : haimchar :
ফরিদগঞ্জে কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৭৩ Time View

মেহেদী হাছান ফরিদগঞ্জ :

“হামাস একটি সন্ত্রাসী সংগঠন” উল্লেখ করে নিজ ফেইসবুক ওয়ালে মন্তব্য করায় ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার কলেজের শিক্ষক স্বপন কুমার দাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এর আগে কলেজের আইসিটি শিক্ষক স্বপন কুমার দাস তার নিজ নামের ফেসবুক আইডি থেকে বেসরকারি একটি টেলিভিশনের ফেইসবুক পেইজে ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধের বিষয়ে ইসরাইলের পক্ষ নিয়ে মন্তব্য করেন।

স্বপন কুমার দাসের নিজ ফেসবুক আইডি থেকে করা মন্তব্য হচ্ছে, ‘হামাস একটা সন্ত্রাসী সংগঠন। ইসরাইল কঠোর হস্তে সন্ত্রাস দমন করবে। সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নেই। হামাস ১ দিনে ৭০০ লোক হত্যা করেছে। এবার ইসরাইল প্রতিশোধ নেবে। আমরা শুধু ভিডিও দেখবো। উভয়পক্ষ মানুষ মারার খেলায় মেতে উঠেছে।’

স্বপন কুমার দাস আরেকটি মন্তব্যে লেখেন, ‘মৌমাছির চাকে ঢিল মেরে আল্লাহকে ডাকলে কি লাভ হবে? ইসরাইল চরম প্রতিশোধ নেবে। এটা কোনো দিনও থামবে বলে মনে হয় না।’

তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। এর পর থেকে কলেজ শিক্ষার্থী ও আশপাশের এলাকার সাধারন মানুষের মাঝে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হতে থাকে। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দিকে শিক্ষার্থী ও আশপাশের এলাকার মানুষের প্রতিবাদে কলেজ শিক্ষক স্বপন কুমার দাস গা ডাকা দেয়।

স্বপন কুমার দাস, সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাইগুনি গ্রামের গজেন্দ্র নাথ দাসের ছেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews