1. haimcharbarta2019@gmail.com : haimchar :
ফরিদগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ওরিয়েন্টেশন কোর্স - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ওরিয়েন্টেশন কোর্স

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৪ Time View

মেহেদী হাছান ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

২২ মে রবিবার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি।

অনুষ্ঠানে সমাপনী পর্বে সভাপতির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ এর জন্য শিক্ষা ক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে যাবো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ও আমাদের গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পরে তার জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায় ট্রাস্ট এর উদ্দেশ্য।

কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা শিক্ষা অফিস সহকারী প্রোগামার মোঃ সেলিম। দিনব্যাপি এই কর্মশালায় ফরিদগঞ্জ উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ নেয়।

ক্যাপশন : ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সোর সমাপনী পর্বে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews