ফরিদগঞ্জ প্রতিনিধি:
‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ
শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবীদ, সাংবাদিক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৬ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজিয়া সুলতানা দিপু, ফরিদগঞ্জ ফুটবল একাডেমীর পরিচালক আহম্মদ উল্যা শুক্কু, জিয়ারউর রহমান প্রমুখ।
Leave a Reply