1. haimcharbarta2019@gmail.com : haimchar :
ফরিদগঞ্জের রুস্তুরপুরে বাজারে প্রকাশ্যে মামলার বাদীকে মারধরের ঘটনায় অবশেষে মোজাম্মেল হোসেন বাবুল-মোহাম্মদ হোসেন কারাগারে - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

ফরিদগঞ্জের রুস্তুরপুরে বাজারে প্রকাশ্যে মামলার বাদীকে মারধরের ঘটনায় অবশেষে মোজাম্মেল হোসেন বাবুল-মোহাম্মদ হোসেন কারাগারে

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৩১ Time View

মেহেদী হাছান ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে মামলার বাদীকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন করেছে ১৩ মে শুক্রবার ওই এলাকার একদল প্রভাবশালী। প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় এ ভয়ানক বর্বরোচিত হামলায় শেখ ফরিদ মৃধা (৪০), ফয়েজ আহমেদ (৪৬) গুরুতর আহত হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ারপর ১৫ মে রবিবার ৫ জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় মামলা হলে ওই রাতেই পুলিশ ঘটনারসাথে সম্পৃক্ত মো. দেলোয়ার হোসেন (৬৫), মো. লোকমান হোসেন (৬৮), মাহাবুব আব্দুল সোহেল (৩২) সহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালতে পাঠানোরপরই ওই ৩ জনই জামিনে চলে আসে।

এই ঘটনায় প্রধান আসামী মো.মোজাম্মেল হোসেন বাবুল (৬৫) ও ৩ নং আসামী মো. হোসেন (৩৮) পলাতক থাকায় তাদের পুলিশ আটক করতে পারেনি।
১৩ মে উক্ত ঘটনা সংগঠিত হওয়রপর থেকে এই দু’আসামী পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

প্রকাশ্যে অসহায় পরিবারের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটিয়ে বেশ কয়েকদিন পালিয়ে থেকে ২২ মে রবিবার চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামী মোজাম্মেল হোসেন বাবুল ও মো. হোসেন বিজ্ঞ বিচারক কার্তিক চন্দ্র ঘোষ’র আদালতে জামিন আবেদন করলে বিচারক বাদী পক্ষের উপস্থাপিত তথ্যের আলোকে আসামীদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজিবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধানিয়া।
এদিকে অপর ৩ আসামী ১৬ মে জামিনে এসেই বাদীপক্ষকে উক্ত মামলা তুলে নিতে হুমকি -ধমকি দিয়ে আসছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই এলাকার বেশ কয়েকজন জানিয়েছেন শেখ ফরিদ মৃধা ও মোজাম্মেল হোসেন বাবুল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বের একটি হামলার ঘটনায় বাদী শেখ ফরিদগংদের উপর ১৩ মে প্রকাশ্যে হামলা চালিয়েছে অভিযুক্তরা। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনাটির তদন্তের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে শেখ ফরিদ মৃধা গংরা মাদক সেবন করে আসছে ও প্রতিপক্ষের পারিবারিক কবরস্থানে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে (প্রস্রাব) করেছে বলে তথ্য ছড়িয়েছে। এলাকাবাসী জানিয়েছে শেখ ফরিদ মৃধা গংদের কখোনো মাদক সেবন দূরের কথা ধুমপান করতেও দেখা যায়নি।
বিষয়টি নিয়ে মামলার বাদী মো. ফয়েজ আহমেদ মৃধা জানান, ঘটনারদিন আমরা দুই ভাই প্রয়োজনীয় কাজে রুস্তুমপুর বাজারে গেলে আমাদের প্রতিপক্ষ দেলোয়ার হোসেন, লোকমান আমিন, মোজাম্মেল হোসেন বাবুল, হোসেন ফকির, সোহেল হাজী, মিজান হাজী গ্যাং’সহ আরও কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের বেধড়ক মেরেছে। এ সময় খবর পেয়ে আমাদের পরিবারের সদস্যরা বাঁচাতে এলে তাদের ওপরও হামলা করে তারা। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে থানায় নিয়ে আসলে পুলিশ পায়ের বাঁধ খুলে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘটনার ভিডিও ফুটেজ দেখে আমাদের লিখিত অভিযোগ তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করেছে। অতচ আমাদের ওপর হামলা কারীরা প্রচার করেছে আমরা নাকি তাদের কবরস্থানে প্রস্রাব করেছি। যাহা সম্পন্ন মিথ্যা ও ভানোয়াট। আমরা আদালতের কাছে বিচার চাই।

এদিকে অভিযুক্তদের পরিবারের সাথে কথা বলতে গেলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews