হাইমচর প্রতিনিধিঃ
প্রমত্তা পদ্মার উপরে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন
উপলক্ষে হাইমচর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর আজ শনিবার সকালে নুর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী চাঁদপুর শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে
নুর হোসেন পাটওয়ারী বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তা বাস্তবায়ন করেন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দৃশ্যমান পদ্মা সেতু তার একটি জ্বলন্ত প্রমান। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, সহ-সভাপতি এম এ বাশার,সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।