নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী সদর উপজেলায় ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে মোঃ জাকারিয়া হোসাইন (২)নামের এক শিশু পানিতে পড়ে মৃত্যু বরণ করে, খবর শুনে আসার পথে হোন্ডাতে স্ট্রোক করে পিতা মোঃ আজগর হোসাইনের (৩০) মৃত্যু।
আজ (৫ ই মার্চ) নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আকুর বাপের বাড়ীর মোঃ আজগর হোসাইনের ছেলে মোঃ জাকারিয়া হোসাইন দুপুর ২টা ৩০ মিনিটে দিকে ৯নং কালাদরাপ ইউনিয়নের মান্দার তলী তার নানার বাড়ির পুকুরে পড়ে মৃত্যু বরণ করে। তার আত্মীয় স্বজন তার পিতা মাও.মোঃ আজগর হোসাইন কে এই খবর জানায়, খবর শুনে তিনি চলন্ত হোন্ডার উপর স্ট্রোক করেন।এই মুমূর্ষু অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য রেপার করে। ঢাকাতে নেওয়ার পথে বিকাল ৪টার সময় তিনি মৃত্যু বরণ করেন। পিতা ও পুত্রের লাশ একই বিছানায় এই যেন কল্পনাকেও হার মানায়।
এই ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে আসে।
মাওলানা মোঃ আজগর হোসাইন কমল নগর উপজেলার মাওলানা মোঃ সাইফুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত, আতহারুল উলূম মুহাম্মাদীয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
মোঃআবদুল লতিফ (লতিফ শিকদার)
Leave a Reply