নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীতে চাল, ডাল,তেল,গ্যাস,পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ( ৯ই মার্চ) সকাল ৯ টায় পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসুচি’র অংশ হিসাবে নোয়াখালী শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নোয়াখালী জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল। নোয়াখালী শহরের পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে নোয়াখালী চীপ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব সাবের আহমেদ ভাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান ভাই। এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব,ওমর ফারুক অভি ভাই, সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব জহির উদ্দিন,, প্রথম যুগ্ম আহবায়ক জনাব, সুলতান আহমেদ ভাই, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব জামালুর রহিম,সদস্য সচিব জনাব সামু ভাই সহ জেলা, উপজেলা, শহর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন,সরকার মানুষের মৌলিক অধিকার হরনসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়ার বাহক।দেশে আজ চাল,ডাল,তৈল,গ্যাসসহ দ্রব্যমূল্যের মূল্যবৃদ্বি করে মানুষকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া,এবং জনাব তারেক রহমান কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই অনতিবিলম্বে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্বি হ্রাস ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
Leave a Reply