স্টাফ রিপোর্টারঃ আগামী ২রা এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের জন্য ইতোমধ্যে বিভিন্ন স্থানের নাম শুনা গেলেও অবশেষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নির্ধারন করা হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ আবুল খায়ের ভুঁইয়া।
অনুষ্ঠান উদ্ভোদন করবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন
বৃহস্পতিবার ৩১ মার্চ বিকাল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সম্মেলনের জন্য নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আমরা প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে মাঠ পরিদর্শন করেছি। এ মাঠ ছাড়াও আমরা আরও কয়েকটি মাঠের অনুমতি চেয়েছি। প্রশাসন তা বিবেচনায় রেখেছে। শহরের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনার কারণে শহরের অদূরে এই স্থানটিতে সমাবেশ করার জন্য প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা এ স্থানটি পরিদর্শন করে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্মেলনটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন খান বাবুল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমুসালাম, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মনির হোসেন চৌধুরী, আক্তার হোসেন মাঝি, এডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহ জালাল মিশন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, ইব্রাহিম কাজী জুয়েল, জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম বাধন, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মহসিন মিজি,সদস্য সচিব মোবারক হেসেন বাবু প্রমূখ।
Leave a Reply