আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদুত নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি ও তাঁর সমাধিস্থল ঘুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি বলেছেন, ভারত উপমহাদেশের প্রথম নারী নওয়াব, তৎকালীন ত্রিপুরা রাজ্যের হোমনাবাদ পরগনার জমিদার কন্যা নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ছিলেন নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত। শিক্ষা ও সংস্কৃতিতে তাঁর অবদান ছিলো ইতিহাস রচনা করার মতো। তাই আজকের এই তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। মন্ত্রী আরও বলেন, নারী জাগরণের অগ্রদূত নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীকে কেন্দ্র করে আজ লাকসামের এতো ঐতিহ্য, এতো গৌরব। নওয়াব ফয়জুন্নেছাকে বাদ দিয়ে লাকসামের ইতিহাস তৈরি করা যায় না। অনেক পরে হলেও আমরা এ মহিয়ষী নারীর স্মৃতি রক্ষায় কাজ শুরু করতে পেরেছি। এ কাজে এগিয়ে আসার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
শুক্রবার (২ জুন ) কুমিল্লার লাকসাম
নওয়াব ফয়জুন্নেছার জমিদার বাড়ি ও কলেজ একাডেমির নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।
এ সময় প্রত্নত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক চন্দ্রন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কবিরুল ইসলাম খান, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস। সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply