জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, আগামী ১৫ জুন, আসন্ন চিনাডুলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।ব্যক্তির চেয়ে দল বড়, আমাদের দলীয় প্রতীক নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিয়েছেন, সবার উচিত ব্যক্তি স্বার্থে নয়, দলীয় প্রতীক বিচার করে, দলীয় প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করা। আমি আমার পক্ষ থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে বলছি, সবাই একত্রিত হয়ে এক কাতারে দাঁড়িয়ে দলীয় প্রতীক নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে আসুন।
তিনি আজ শনিবার ( ২৮ মে) বিকালে গুঠাইল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৩ নং চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারে উন্নয়নচিত্র প্রচারের আহ্বান জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আপনাদের ঐক্য বজায় রাখতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকার দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। বর্তমানে বিশ্বের অনেক দেশ আজ আমাদের এই বাংলাদেশকে ফলো করে। বাংলাদেশের বুকে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। ইসলামপুর নদী ভাঙ্গন কবলিত এলাকা। দরিদ্র এই এলাকা আগের মত নেই।বদলে গেছে সবকিছুই।আগামীতে আরও উন্নয়ন হবে এই চিনাডুলী ইউনিয়নবাসীর। তাই আমি সকলের উদ্দেশে বলতে চাই, ব্যক্তি আক্রোশ ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’
বর্ধিত সভায় চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান,আইন বিষয়ক সম্পাদক খাজা কাদের পাহলোয়ান রাহাত,শ্রম সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা সাহিদা পারভীন লিপি,চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমূখ।
Leave a Reply