জয়নাল আবদীন সজীব, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা অধীনের ১৩ নং দিঘলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের মরহুম বাবা দাওয়াত খাওয়ার কেন্দ্র করে বড় ভাইয়ের পরিবারের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এতে আহত হয় ৮ থেকে ১০ জন গুরুতর অবস্থায় চারজনকে সদর হাসপাতালে ভতি করেন।
০৩-মার্চ, ২০২২ ইং ভুক্তভোগীরা বলেন আজ সকালবেলা কথা কাটাকাটি নিয়ে তার মেয়ে জামাই কে ডাকে নিয়ে আসে সে বাহিনীর দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় আমাদের পরিবারকে হত্যা করবে কেউ কিছু করতে পারবে না তাদের কাছে দেশেবিদেশে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কে মারা হুমকি দিয়েছে।আমার ভাই কে গুলি করে দিবে আল্লাহর রহমতে আমার ভাই বেঁচে গেছে তাই এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এই সময় এলাকাবাসীর কাছে জানতে পারি মরহুম আবু কালাম মৃত্যুর আগে তিনটি বাড়ীর করে দিয়েছে দুই ছেলে এক মেয়ে রেখে অকারণে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক তাঁর সকল গুনাহ গুলো মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত দান করেন। দাওয়াত কে কেন্দ্র করে অতর্কিতভাবে বড় ভাইয়ের পরিবারের উপরে হামলা চালায় এতে তারা অনেকে আহত হয়। এবং তার ছেলেকে মারে পালনের হত্যার করার হুমকি দিয়ে তাদেরকে বাড়িছাড়া করে দিয়েছেন বলে জানা যায়।
এই সময় এলাকাবাসী আরো বলেন তার বড় ভাইয়ের ছেলে আরমানকে দৌড়াইয়া ফিল্টের ঘরেঢুকেছে। আল্লাহর মেহেরবানী ফিল্টের মালিক এর কারণে ছেলেটা বেঁচে যায়।ও তার স্ত্রীসহ মেয়ে ৮ মাসের গর্ভকালীন মহিলার উপরে অন্যায় ভাবে অত্যাচার জুলুম নির্যাতন করেও হত্যা করার চেষ্টা করেছে। অন্যায় বিরোধী স্লোগান দিয়ে যেসব কিশোর সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এবং যারা এদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। যারা মানুষ পুড়িয়ে মানুষ মারার পরিকল্পিত করে তাদের বিরুদ্ধে যেন দ্রুত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এটাই গ্রামবাসীর দাবি।
চন্দ্রগঞ্জ থানা অফিসার সাথে কথা বলা সময় তিনি বলেন অভিযোগ আসলে অভিযোগের ভিত্তিতে সত্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply