1. haimcharbarta2019@gmail.com : haimchar :
দাফনের পূর্বে লাশ আটকে রেখে টাকা নেয়ার অভিযোগ পুলিশ এক কর্মকর্তার বিরোদ্ধে - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

দাফনের পূর্বে লাশ আটকে রেখে টাকা নেয়ার অভিযোগ পুলিশ এক কর্মকর্তার বিরোদ্ধে

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৪৬ Time View

মোঃ আব্দুল হান্নানঃনাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দূর্গাপুর গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দাফনে বাঁধা দিয়ে ওই শিশুর পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চাতলপাড় তদন্ত কেন্দ্রে আই,সি কাঞ্চন কুমার সিংহের বিরেদ্ধে।এর পূর্বে ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামে এমন আরো একটি অভিযোগ রয়েছে ওই পুলিশ কর্মকর্তার বিরোদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুর পরিবার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুরে দুপুরে আরিফা আক্তার নামে (১৫) মাস বয়সী এক শিশু বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা যায়।

খবর পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ দাফনের আগমুহূর্তে দুর্গাপুর গ্রামে নিহতের বাড়িতে পৌঁছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। পরে পুলিশের দাবিকৃত টাকা দেওয়ার পর লাশ দাফনের অনুমতি দেন।

নিহত আরিফার চাচা মো. বোরহান মিয়া অভিযোগ করে বলেন, বাজার থেকে কাপনের কাপড় নিয়ে এসে দেখি বাড়িতে ৫ জন পুলিশ। তারা লাশের ময়নাতদন্ত করতে বলে। তখন আমরা আমাদের সন্তান পানিতে ডুবে মারা গেছে। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই বলে জানাই। তাহলে কেন লাশের ময়নাতদন্ত করতে হবে বললে।

চাতলপাড় তদন্ত কেন্দ্রের আই,সি কাঞ্চন কুমার সিংহ বলেন, লাশের ময়নাতদন্ত করতে ২০ হাজার টাকা লাগে। আমাদের ১৫ হাজার টাকা দিয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না। সাবেক ইউপি সদস্য শাফি মাহমুদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিততে কাঞ্চন কুমার সিংহের হাতে ৮ হাজার টাকা তুলেদেই,বলে এমন অভিযোগ করেন তিনি।

শাফি মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশে টাকা নেওয়ার বিষয়টি আমি জানার পর কাঞ্চন কুমার সিংহকে ফোন করে বলি,পরিবারটি খুবই গরীব। আপনারাতো বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা কামান। এদের টাকাটা ফেরৎদিয়ে দেন। তখন ওই কর্মকর্তা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।

তাছাড়াও উক্ত ইউনিয়নের কান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ও নিহতের মামা মোঃ সিরাজুল ইসলাম জানান, তার বোন জামাই গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ কালু মিয়া( ৪) গত সবেবরাতের দিন বাড়ির পাশে নদীর পানিতে ডুবে মারা যায়।খবর পেয়ে আইসি কাঞ্চন কুমার সিংহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকলেও তিনি লাশ দাফনে বাধা দেন।পরে গ্রামের চৌকিদার ধন মিয়াকে দিয়ে এক রাত একদিন লাশ পাহাড়ার ব্যবস্থা করেন।এ জন্য চৌকিদার ধন মিয়াকে দিতে হয় ১ হাজার টাকা ও আইসি কাঞ্চন কুমারকে দিতে হয় ৩২ হাজার টাকা। কাঞ্চন কুমার সিংহ ৩২ হাজার টাকা পাবার পর লাশ দাফনের অনুমতি দেয়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আইসি কাঞ্চন কুমার সিংহের দাবি, লাশের সুরতহাল রিপোর্টের কাগজ নাসিরনগর সদরে পাঠাতে নৌকা ভাড়া বাবদ ১ হাজার টাকা নেওয়া হয়েছে। ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা বলে দাবী করেন ওই কর্মকর্তা।

সরাইল,নাসিরনগর,আশুগঞ্জের দায়িত্বে থাকা অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার, মো. আনিসুর রহমান এ প্রতিনিধিকে বলেন, যদি টাকা নেওয়ার বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে এটি পুলিশের জন্য লজ্জা জনক।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews