1. haimcharbarta2019@gmail.com : haimchar :
দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ছয় ছিনতাইকারী আটক - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১০ অপরাহ্ন

দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ছয় ছিনতাইকারী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১০২ Time View

শামীম রায়হান॥দাউদকান্দিতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ছয় ছিনতাইকারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর ও বলদাখাল নামক স্থানে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে৷

আটককৃতরা হলেন-উপজেলার পৌরসদরের পশ্চিমপাড়া গ্রামের মানিক মিয়া পুত্র মো রাকিব(২৩),উত্তর সতান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক বেপারীর পুত্র মোঃজয়(২৫),তুজারভাঙ্গা গ্রামের মন্জু মিয়া পুত্র শান্ত(২৫),উত্তর সতান্দী গ্রামের মৃত মন্টু মিয়ার পুত্র সোহাগ(২৮),সবজীকান্দি গ্রামের মমিন মিয়ার পুত্র জাহিদ হাসান(২৫) ও দোনারচর গ্রামের পিতা অজ্ঞাত আলাউদ্দিন(৩২)৷

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা৷

তিনি জানান, গত মঙ্গলবার(৩০ মে) গভীর রাতে মোটর সাইকেল যোগে জেড এম তৌকি ইয়াসির ও তার স্ত্রী কামরুন নাহার তন্বীকে নিয়ে ঢাকা যাওয়ার পথে ওই পাঁচ ছিনতাইকারী তাদের মোটর সাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা ড্রোন ক্যামেরা, মোবাইল,নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়৷ ঘটনারপর দাউদকান্দি মডেল থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিক ভাবে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে ওই পাঁচ ছিনতাইকারীকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার(৩১ মে) ভোর রাতে তাদের আটক করতে সক্ষম হয় এবং ছিনতাই কাজে ব্যবহ্নত সুইচ গিয়ার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে৷

এদিকে অপর পৃথক ছিনতাইয়ের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামক স্থানে পিকআপের ড্রাইভার দুলাল মিয়ার মোবাইল ছিনতাইয়ের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবকে আটক করে৷ আটককৃত ছয় ছিনতাইকারীদের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করা হলেও তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews