টাঙ্গাইল প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিএনপির নতুন অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএসএ সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সভাপতি ও যুবদলের সহ-সভাপতি নাসিম এম খান রুনু। এসময় তিনি জানান দ্রব্যমুল্যে যেভাবে বেড়েছে তাতে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তিনি আরও বলেন বাশাইল সখীপুরে বিএনপির কমিটি এড.আহমেদ আজমের নেতৃত্বে তিনি পকেট কমিটি করেছেন। বর্তমানে যে দিয়েছে এ কমিটি দিয়ে আন্দোলন সংগ্রাম করা যাবে না। এদের দিয়ে আন্দোলন সংগ্রাম করতে গেলে এদের খুজে পাওয়া যাবে না। তাই বিএনপির হাতকে শক্তিশালী করতে তৃনমুল পযায়ের নেতৃবৃন্দদেরকে তিনি মাঠে থেকে কাজ করতে বলেন ভিডিও কনফারেন্সের। এসময় সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোর্শেদুল হক খান (টিটু), সখীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম ফকির, জেলা কৃষক দলের অর্থ বিষয়ক সম্পাদক মো. দুলাল সিকদার।
এ সময় বিএনপি ও অন্যান্য সহযোগী্ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply