টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর ঐতিহ্যবাহী সুনাম ধন্য শিা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজ ছাত্র ছাত্রীদের ইংরেজিতে শব্দ ভান্ডার প্রতিযোগিতা গতকাল রোববার বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। শব্দ ভান্ডার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজ অধ্য মোঃ ওয়াদুদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক মোঃ মজিবুর রহমান। প্রভাতী শাখার সহকারী প্রধান শিক আব্বাছ আলী, ইংরেজি শিক মোঃ নাজিমুল হক, মোহাম্মদ আব্দুলাহ, গোলজার হোসেন আকন্দ, হিসাব শাখার মোঃ জাকির হোসেন, শব্দ ভান্ডার প্রতিযোগিতা অংশগ্রহণকারী শেখ মোঃ রাইদুল হক রুপক, নাইমুর রহমান নাসিফ, সাদনাম সারান, রাশেদুল রহমান সাবির, জিসান আহম্মেদ প্রমুখ। শব্দ ভান্ডার প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃৃতীয় স্থান অর্জন কারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।