রেজাউল কবির রাজিব গাজীপুর ঃ-
টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় গাজীপুরে সবচেয়ে বেশি জিপিএ- ৫ পেয়েছে। এ স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৭১৯ জন ছাএ- ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৭১৭ জন। জিপিএ -৫ পেয়েছে ৩৮৪ জন, পাশের হার ৯৯.৭২ %।সিরাজ উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ থেকে ৩৭৬ জন ছাত্র – ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৩৬১ জন।জিপিএ -৫ পেয়েছে ৯৫ জন,পাশের হার ৯৬.০১%।ভোকেশনাল শাখায় ৮৯ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৮৯ জন।পাশের হার ১০০%। টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ থেকে ৪৭৬ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪৩৭ জন।জিপিএ -৫ পেয়েছে ৫৮ জন।পাশের হার ৯১.৮১%।সাহাজ উদ্দিন সরকার মডেল স্কুল এন্ড কলেজ থেকে ১৭৮ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৬৫ জন জিপিএ -৫ পেয়েছে ২২ জন।শহীদ স্মৃতি উচ্চ স্কুল থেকে ২৪১ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২২৩ জন।জিপিএ -৫ পেয়েছে ২৩ জন।পাশের হার ৯২.৫৩%। আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪০ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৩৩ জন জিপিএ -৫ পেয়েছে ৪জন পাশের হার ৮২.৫০%।আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুল থেকে ২৯১ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২২১ জন।জিপিএ -৫ পেয়েছে ২০ জন।পাশের হার ৭৫.৯৫%।নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১২৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৪ জন।শিলমুুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়থেকে ২১১ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৬২ জন।জিপিএ -৫ পেয়েছে ১০ জন। পাশের হার ৭৬.৭৮%।কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ৩১৯ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২৩১ জন।জিপিএ – ৫ পেয়েছে ৫ জন।পাশের হার ৭২.৪১%।জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৬৭ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৩৫৭ জন জিপিএ ৫ পেয়েছে ২০৬ জন।পাশের হার ৯৭.২৮%।রাজেন্দ্রপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২৪১ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২৪১ জন।জিপিএ ৫ পেয়েছে ১৮৫ জন।পাশের হার ১০০%। রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ৩৫৩ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৩৪৪ জন।জিপিএ ৫ পেয়েছে ১৮৪জন।পাশের হার ৯৭.৪৫%। এম ই এইচ আরিফ কলেজ থেকে ৪১৫ জন ছাত্র ছাএী পরিক্ষা দিয়ে পাশ করেছে ৪০৯ জন।জিপিএ -৫ পেয়েছে ১৬৩ জন।পাশের হার৯৮.৫৫%।বি আর আর আই উচ্চ বিদ্যালয়থেকে ১৩৯ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৩৯ জিপিএ -৫ পেয়েছে ১০০জন। পাশের হার ১০০%। ক্যান্টনমেন্ট বোড উচ্চ বিদ্যালয় রাজেন্দ্রপুর ক্যান্ট থেকে ১৩৭ জন ছাত্র ছাএী পরিক্ষা দিয়ে পাশ করেছে ১৩৬ জন জিপিএ -৫ পেয়েছে ৫৭ জন। পাশের হার ৯৯.২৭%। টঙ্গীর হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুল স্কুল ২১ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২১ জন।জিপিএ পেয়েছে ৯ জন।পাশের হর ১০০%। আল হেলাল স্কুল থেকে ১০ জন ছাত্র ছাএী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১০ জন জিপিএ পেয়েছে ৮ জন পাশের হার ১০০%।
Leave a Reply