টঙ্গী গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, হযরত মাঞজালাল (রঃ) জামে মসজিদ (দেওয়ান বাড়ী) ও নিউ মন্নু শাহী জামে মসজিদ কমিটির যৌথ উদ্যোগে টঙ্গী মিলগেইট এলাকায় সুন্নী মহা সম্মেলন নিউ মন্নু শাহী জামে মসদি পরিচালনার কমিটির সভাপতি, নিউ মন্নু ফাইন কটন মিলস লিঃ’র ব্যবস্থা পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং নিউ মন্নু ফাইন কটনস মিলস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সুন্নী মহা সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আহলে সুন্নত ওয়াল জামাত টঙ্গী শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নূরুল ইসলাম পাঠান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়াবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আললামা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবুল কাসেম মোঃ ফজলুল হক। প্রধান বক্তা দাওয়াতে ইমানী বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলামা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান চিশতী, আলামা হযরত মাওঃ মুফতি নিয়াজ মাহমুদ ইসহাকী, আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ মুফিজুল ইসলাম, হযরত মাওঃ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ সিদ্দিকী, হযরত মাওঃ হাফেজ সাখাওয়াত হোসেন মুজাদ্দেদী, ছলিম সরকার মডেল একাডেমী পরিচালনার কমিটির সভাপতি কাউসার সরকার, মোঃ সিদ্দিকুর রহমান, দেওয়াবাড়ী হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদ মোতাওয়ালী মুহাম্মদ আবুল বাশার বাদশাহ্, করই তলা বাইয়ুতল নূর জামে মসজিদ পরিচালনার কমিটির সভাপতি মুহাম্মদ সাদেক হোসেন খান, হায়েদারাবাদ দরবারে আযম খাদেম মোহাম্মদ সাঈদ হাসান, শিবলু, শিশু শিল্পী আদিব মুস্তফা হাসনাইন, প্রমুখ।
Leave a Reply