টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ বেক ও শিক্ষানুরাগী হাজী মোঃ হাসান উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে আল ইনসাফ কারীমিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা লোকমান হাকিমের সভাপতিত্বে এবং কারী ওবায়দুলাহ পরিচালনায় পবিত্র কোর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ হাসান উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফজলুল হক, হাফেজ মোওলানা রিয়াদ হোসাইন, হাফেজ মোঃ দিন ইসলাম, হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, হযরত আলী, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন মায়া, পারভেজ ঢালী, নুরনবী ইসলাম সুমন, ইব্রাহিম ছানি, সোহেলন রানা, পলী চিকিৎসক ডাঃ বদরুল আলম, কৃষক লীগ নেতা মোঃ ইব্রাহিম প্রমুখ। আলোচনা সবার শেষে আল ইনসাফ কারীমিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও আমপাড়া বিতরণ করা হয়েছে। পরে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
Leave a Reply