রেজাউল কবির রাজিব (টঙ্গী) : টঙ্গীতে শ্রমিক মালিকানাধীন নিউ মন্নু ফাইন কটন মিলস্ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার মেল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। নিউ মন্নু ফাইন কটন মিলস্রে চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ মিজানুর রহমানের পরিচালনায় ২২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ অলেম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম। নিউ মন্নু ফাইন কটন মিলসের মহাব্যবস্থাপক গোলাম কুদ্দুস মোলা। মোঃ কামাল হোসেন, হাজী মোঃ কবির হোসেন, শেখ মোঃ আব্দুল আজিজ, পরিচালক আব্দুস জলিল গাজী, আব্দুস সালাম, মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, নুরজাহান মনি, খোরশেদ আলম স্বপন, পূবাইল থানা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টার, নুর মোহাম্মদ প্রমুখ। এসময় নিউ মন্নু ফাইন কটন মিলসের ২২তম বার্ষিক সাধারণ সভায় বিগত ১ বছরের আয় ব্যায় তুলে ধরে বক্তব্য রাখেন মিলের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, এছাড়াও বিগত কমিটি ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ হারুন অর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক হাজী মিজানুর রহমান, পরিচালক, মোঃ কামাল হোসেন, হাজী মোঃ কবির হোসেন, শেখ মোঃ আব্দুল আজিজ, শেয়ার হোল্ডারদের কন্ঠ ভোটে পূনরায় নির্বাচিত হয়েছেন।
Leave a Reply