টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম থানা এলাকার অপরাধ সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী নিরসনের লক্ষ্যে ট্রাক ষ্ট্যান্ডের কর্মকর্তা ও শ্রমিকদের উদ্ধোগে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় চেরাগআলী এলাকায় ট্রাক ষ্ট্যাণ্ড এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (বিপিএম সেবা) মো. বরকতুল¬াহ খান।
গাজীপুর ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎ মিশ, সহকারি পুলিশ কমিশনার পীযুষ কুমার দে, হাসিবুল ইসলাম হাসিব, পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহ আলম, পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাবেদ মাসুদ, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিটির সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, গাজীপুর ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুদু মিয়া, কার্যকরী সভাপতি মোঃ আলি আকবর, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, এনামুল হক মুন্সি, সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, কোষাধক্ষ মোঃ সুলতান গাজী, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক জামিল হোসেন, ক্রিয়া সম্পাদক নিজামুল শেখ, কার্যকরী সদস্য মোঃ রাশেদুল জামান বাবু, আলমগীর হোসেন, গাজীপুর জেলা ট্রাক ও কভারভ্যান মালিকব সমিতির সহ সভাপতি হাজী মোঃ আব্দুর রব, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শিকদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল হান্নান, আয়ুব আলী, এরশাদ হোসেন, সফিকুল ইসলাম, সফি, দেলোয়ার হোসেন, মাজহারুল ইসরাম মারুফ প্রমুখ। আলোচনা সভা শেষে টঙ্গী ট্রাক ষ্ট্রাণ্ড আইন শৃঙ্খলা নিরসনের লক্ষ্যে দুই পর্বে ৫৮টি সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।
Leave a Reply