টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীতে গরীবের নেওয়াজ জন কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্বের জীবিত ও পরলগত মুসলমানদের রুহের মাগফেরাত ও পথব্রষ্ট নরনারী হেদায়েতের জন্য মিলাত দোয়া মাহফিল এবং এলাকার বিভিন্ন বাসা বাড়ির কাজের বুয়া, খালা চাচিদের সম্মানে সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গকাল বৃহস্পতিবার বাদ যোহর মধ্য আউচপাড়া কলেজ রোড মানিকজান প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী গরীবের নেওয়াজ জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ মুলক চানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক, ৫১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হাজী মোঃ জাকির হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ৩১৩ বেগম সামসুন্নাহার ভুঁইয়া এমপি। শ্রীপুর আয়নআশা গ্রামের মসজিদ খতিব আলহাজ্ব হযরত মাওলানা ইয়াছিন নূরী। গাজপিুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোলা, গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার টঙ্গী জোন পিযুষ কুমার দে, টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, অনুষ্ঠানের সভাপতি ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুনুর রশিদ, সারোয়ার হোসেন, মোঃ শামিম ব্যাপরি, মোঃ সেলিম হোসেন ব্যাপারী, নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা সভার শেষে লটারির মাধ্যমে ৬০জন গরীব অসহায় প্রতিবন্ধী বিভিন্ন বাসা বাড়ি কর্মরত কাজের বুয়া, খালা, চাচী, ও হিজলা স¤প্রদায়ের সম্মানে নগদ টাকা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply