টঙ্গী গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে চিলড্রেন ভিলেজ, বিদেশী এনজিও সংস্থা এসওএস শিশু পল্লী বাংলাদেশের উদ্যোগ চলমান গরীব, অসহায়, পূর্ণবাসন, খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় সভার গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড টঙ্গী এরশাদ নগর তরুণ সংঘ আইডিয়াল স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসওএস চিলড্রেন ভিলেজ প্রোগ্রাম অফিসার আনিসুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসওএস সোশ্যাল সেন্টার ঢাকার প্রজেক্ট ডাইরেক্টর মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহম্মেদ। টঙ্গী শহর সমাজ সেবা অফিসার মোঃ জাকির হোসেন। শেখ রাসেল সমাজ সেবা অধিদপ্তরের এডুকেটর শেখ মোঃ খালিদ আকরাম। আউটরিচ ওয়ার্কার রাকিব হোসেন। এডিআরএ বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শাহিনুর বেগম। রওশন এরশাদ সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়া বেগম। যাকাতবোর্ড শিশু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার (সাবেক) ডাঃ মোঃ আব্দুল হান্নান। ইএসডিও হাইস্কুলের পরিচালক মোঃ আব্দুল আলীম। বিকল্প মডেল একাডেমী প্রধান শিক্ষক মোঃ চান মিয়া প্রধান। তরুণ সংঘ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রুস্তম আলী টুটুল, অনুশীলন স্ট্যান্ডার্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমাদ সুজন। এসওএস সোশ্যাল সেন্টার ঢাকা বলান্টিয়ার সাব্বির হোসেন। স্থানীয় প্রতিনধি ও সমাজ কর্মী আল আমিন মুন্না, টঙ্গী প্রেসকাবের যুগ্ম সম্পাদক-রেজাউল কবির রাজিব, মাসিক সংবাদ আলোচনা’র প্রকাশক ও সম্পাদক মোঃ ইউনুছ আলী, আনসার কমান্ডার মোঃ নজরুল ইসলাম, প্রমুখ।
এসময় প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন, এসওএস চিলড্রেন ভিলেজ ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া ও বাগেরহাট জেলায় অস্ট্রেলিয়ার অর্থায়ণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এতিম, হতদরিদ্র ঝরে পড়া শিশুদের পূর্ণবাসন ও লেখা পড়া শিখিয়ে যাচ্ছে। কর্মসুচীর আওতায় সংস্থাটি টঙ্গীর এরশাদনগরে ৪৪টি সুবিধাভোগী ৫০ এতিম শিশুকে লেখা পড়ার খরচ হিসেবে প্রতি মাসে তিন হাজার পাঁচশত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। খাদ্য কর্মসূচির আওতা ধারবাহিকভাবে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, প্রতি ২ মাস অন্তর অন্তর ৫০ এতিম শিশু ও লালিত ৪৪টি পরিবারের মাঝে ১৫ কেজি চাউল, তেল ২ কেজি, লবন ১ কেজি, ডাল ২ কেজি, আলু ৩ কেজি, গুড়া দুধ ২০০গ্রাম (১প্যাকেট), চিনি ৩ কেজি, পিয়াজ ৩ কেজি, লাইফবয় ২পিচ, হুইল সাবান ২ পিচ, সাবানের পাউডার ৫০০ গ্রাম ১ প্যাকেট, বিস্কুল বিতরণ করা হয়। তাদের লেখা পড়ার-ভরণ পোষণ দায়িত্ব পালন করেন ও এসওএস শিশু পল্লী। প্রজেক্ট ম্যানেজার আরো বলেন, আপনাদের আশে পাশে পিতামাতাহীন অসহায় শিশু থাকলে আমাদেরকে অবগত করবেন। আমরা ঐ শিশুটির দায়িত্বভার গ্রহণ করব।