টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে মরহুম আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঈদের আনন্দ ভাগা ভাগি করার লক্ষ্যে গরীব অসহায় নি¤œ আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার টঙ্গী রেলওয়ে কিন্ডার গার্ডেন মিলনায়তনে ট্রাস্টের সভাপতি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামছুন নাহার ভূঁইয়ার সভাপতিত্বে এবং ট্রাস্ট্রের সদস্য, কামরুজ্জামান হেলালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। গরীব অসহায় নিম্ম আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এড. মোঃ আজমত উল্লাহ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ শহিদুল্লাহ মিয়া, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ¦ কাজী মোঃ সেলিম, টঙ্গী সেবা হাসপাতালের ব্যবস্থাতাপনা পরিচালক ডাঃ জালাল আহম্মেদ, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহব্বায়ক কবির হোসেন মন্ডল, সম্মেলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সভাপতি এড. সওকত আলী, প্রখ্যাত শ্রমিক নেতা মফিজুল হোসেন, হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা কাউসার আহম্মেদ, এড. ফারজানা আক্তার শিল্পী, টঙ্গী সাংগঠনিক থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা নুর মোহাম্মদ শামীম, আব্দুল কাদির খান প্রমুখ। আলোচনার সভার শেষে গরীব অসহায় নি¤েœ আয়ের মানুষের মাঝে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, চিনি, সেমাই, কিচমিচ, ১লিটার সয়াবিন তেল, একটি সাবান, ১ কোজি পিয়াস, ১ কেজি রসুন, ১ কোজি ডালসহ প্রায় ৬৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply