1. haimcharbarta2019@gmail.com : haimchar :
জামালপুর সদর আসনে আলোচনায় জাপার নতুন মুখ আনোয়ার হোসেন - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ অপরাহ্ন

জামালপুর সদর আসনে আলোচনায় জাপার নতুন মুখ আনোয়ার হোসেন

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯ Time View

মেহেদী হাসানঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে জাতীয় পার্টির অবস্থান অন্যান্যবারের তুলনার অধিক শক্ত অবস্থানে। দরকার তৃণমূলের একজন গ্রহণযোগ্য প্রার্থী। এবার সেই আশার আলো দেখিয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন।

ইতিমধ্যেই পোষ্টার ফেস্টুন সাটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে জনসংযোগ করে আলোচনায় এসেছেন তিনি। আনোয়ার হোসেন প্রার্থীতা ঘোষণা করায় সদর উপজেলা জাতীয় পার্টির তৃণমূলের কর্মীরা ব্যপক উজ্জীবিত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা জাতীয় পার্টির এক নেতা জানান, সদর উপজেলায় জাতীয় পার্টির অনেক নেতা ও কর্মী আছেন। নির্বাচন আসলেই নাম মাত্র একজন প্রার্থীতা ঘোষণা করেন। নেই কোন মিটিং মিছিল, নেই কোন প্রচারণা। ব্যক্তিগত ফায়দা নেওয়ার লক্ষ্যেই এমন প্রার্থীতা ঘোষণা করে হাস্যরসের কারণ হয়ে দাঁড়ান। এতে দল ও দলের নেতাকর্মীরা লজ্জার কারণ হয়ে পড়েন। নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকা ও সকল নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পর্যন্ত প্রাণপণে কাজ করে যাওয়া একজন প্রার্থীর অভাবে অনেকটাই ঝিমিয়ে সদর উপজেলার নেতাকর্মীরা। তাই নতুন করে আনোয়ার হোসেন এর প্রার্থীতা ঘোষণা দেওয়ায় আনন্দিত তৃণমূলের নেতাকর্মীরা।

ইতিমধ্যেই জাপা নেতা আনোয়ার হোসেন জামালপুর সদর-৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বিভিন্নভাবে সদর উপজেলায় তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করছেন।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, তিনি সমাজের পিছিয়ে পরা অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ণে কাজ করতে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশ নিতে চান । বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বেকারমুক্ত করতে তিনি গ্রহণ করেছেন বেশকিছু উদ্যোগ।

সাধারণ ভোটাররা জানিয়েছেন , আনোয়ার হোসেন একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন মানুষের সমস্যায় এগিয়ে এসেছে। সামাজিক কর্মকান্ডেও নিজেকে জড়িয়েছেন। তিনি নির্বাচনে আসলে আমরা তাকে সমর্থন দিবে। সমাজের উন্নয়নে তারমত মানুষদের জনপ্রতিনিধি হওয়া দরকার।

আনোয়ার হোসেন বলেন, আমি বেশ কয়েক বছর ধরে আমার সাধ্যমত সেবা দিয়ে এসেছি। মূলত জনপ্রতিনিধি ছাড়া বড় কোন উন্নয়নের অংশ নেওয়া সম্ভব না। দেশের অনেক সেক্টর দুর্নীতিতে ভরে গেছে। আমি নির্বাচিত হয়ে জামালপুর সদর উপজেলাকে দুর্নীতি ও বেকারমুক্ত করতে চাই। তাই এলাকার সাধারণ ভোটার ও জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধেই জাতীয় সংসদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হয়ে অবহেলিত জনপদের ভাগ্যের উন্নয়নে কাজ করতে চাই। সদর উপজেলা জাতীয় পার্টির হাতকে আরও শক্তিশালী করতে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews