জামালপুর পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফাহিম মোস্তাফিজ এলিট কে সভাপতি এবং মুনতাসীর রহমান সাদাফ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) রাতে জেলা ছাত্রলীগের দলীয় প্যাডে সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বীর সাক্ষরিত আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
জামালপুর পৌর ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বলেন, আমরা প্রত্যাশা করি জাতির পিতার আদর্শে বলিয়ান হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্র সমাজের যে ভূমিকা তা আগামীতে আরও বাড়বে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্ব প্রধান অগ্রসৈনিক হিসেবে কাজ করবে জামালপুর পৌর ছাত্রলীগ।
এ বিষয়ে জামালপুর পৌর ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে জেলা ছাত্রলীগের নির্দেশিত প্রতিটি কর্মসূচি সফল করতে প্রাণান্ত কাজ করবে জামালপুর পৌর ছাত্রলীগ।