জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর শহরের ১১ নং ওয়ার্ডে বগাবাইদ বোর্ডঘর বাজার থেকে যোগীরঘোপা পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (০১ জুন) দুপুরে বগাবাইদ বোর্ডঘর বাজার থেকে যোগীরঘোপা পর্যন্ত ৯০০ মিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছনোয়ার হোসেন ছানু।
১ কোটি টাকা ব্যয়ে জামালপুর পৌরসভার অর্থায়নে এ কাজটি করছে এ আর আর এন্টারপ্রাইজ ও মা এন্টারপ্রাইজ এর ঠিকাদারি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, সদস্য নারায়ণ চন্দ পাল রানা,কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর,১৬ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিম আহাম্মেদ প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী ও জামালপুর পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply