জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সহ-সভাপতি পদে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও সাধারণ সম্পাদক পদে মির্জা জিল্লুর রহমানসহ ২৭টি পদে একটি মাত্র প্যানেল দাখিল হওয়ায় জেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিশনার মোঃ তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলকে নির্বাচিত ঘোষণা করেন।
বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান,সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিকী জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কর্মকর্তা , জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply