মেহেদী হাসান জামালপুর।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জুন) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপা এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী,জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, আসাদুজ্জামান আকন্দ বাবু,সদস্য এনামুল হক সিদ্দিকী বাবু,অধ্যাপক খন্দকার মোঃ হাবিবুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্জুমনোয়ারা বেগম হেনা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মান্নান প্রমূখ।
বিশেষ বর্ধিত সভায় সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটির সকল নেতৃবৃন্দের সাথে পরিচিত,সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বক্তব্যে রাখেন নেতৃবৃন্দ।
কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
Leave a Reply