জামালপুরে জেলা যুব মহিলালীগের সভাপতি ও জেলা পরিষদের নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমার নেতৃত্বে এক ঠিকাদারের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। শহরের কাচারীপাড়ায় ঠিকাদার আবু সাইদের ১৪ শতাংশ জমির উপর বাড়ি দখলের অভিযোগ করা হয়।
আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সন্মেলনে ঠিকাদার আবু সাইদের মেয়ে শারমীন সুলতানা ছন্দা বলেন, আমার বাবা ঠিকাদার আবু সাইদ ইজতেমায় গিয়েছেন। বাসায় বাবা না থাকায় সেই সুযোগে শনিবার সকালে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমার নেতৃত্বে ফ্লিমি স্টাইলে ১০০/১৫০ লোক দা,লাঠি ও বাঁশ সহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের বাড়ি দখল করেছে বলে অভিযোগ করেন।
তিনি কান্নাজড়িত আরো বলেন, আমার বাবা ক্রয় সুত্রে এই জমির মালিক। এই বাড়িতে আমরা ২৭ বছর ধরে বসবাস করে আসছি। বাবা ইজতেমায় চলে যাওয়ায় বাড়িতে আমি একাই ছিলাম। সেই সুযোগে ফারহানা সোমা আমাকে মারধর করে বাড়ি দখল করে নেয়। এখনো যুব মহিলা লীগের সভাপতি লোকজন বাড়িতে অবস্থান করছে। তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। ভয়ে আমি বাড়িতে যেতে পারছিনা।
তিনি আরও বলেন, আমি এই বিষয়ে থানায় গেলে পুলিশ ফারহানা সোমা জেলা যুব মহিলা লীগের সভাপতি হওয়ায় অভিযোগ নেন নি। আমি স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের পরিবারের নিরাপত্তাসহ অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানাই।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার নেতৃত্বে একদল ভূমিদস্যুরা বাঁশ টিনের চালা তুলে অবস্থান করছে।
এ অভিযোগ বিষয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা বলেন, আমার বোন জামাইয়ের পৈত্রিক সম্পত্তি। জমি নিয়ে তাদের সাথে মামলা চলছে। আমি দখল করতে যায়নি। লোকজন নিয়ে মিমাংসা করতে গেছি। আমি লোকজন নিয়ে জমি দখল করেছি অভিযোগ সঠিক নয়।