মুরাদুজ্জামান জামালপুরঃ
বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত,ধর্ম বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান সোহাগ, সদস্য সামিউল হক,পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম আমীর প্রমূখ।
বিশেষ বর্ধিত সভায় জেলা যুব মহিলা লীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সাথে পরিচিত ও বিভিন্ন উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বক্তব্যে রাখেন নেতৃবৃন্দ।
কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের সরণের একমিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
Leave a Reply