মেহেদী হাসানঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে পালিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধায় ১ কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মোঃমুরাদ হোসেন তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল।
কেন্দুয়া ইউনিয়ন যুব লীগের সাধারণ মোতালেব হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সদর উপজেলা যুব লীগের সহ-সভাপতি শেখ ফজলুল করীম পল্টু, সদস্য মো: হান্নান, ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে এক আনন্দ মিছিল বের হয়ে কেন্দুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply