মুরাদুজ্জামান জামালপুরঃ
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮জুন) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিনা বেগম এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু,,শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছরোয়ার হোসেন শান্ত, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন প্রমুখ।
আরও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সাঈদা আক্তার, সেলিনা পারভীন কাকলী,শিরিনা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক এসএম শেফালী আক্তার, আরিফা ইয়াসমিন ময়ূরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীমা জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোছাঃ কাকন, সদস্য মনিরা চৌধুরী, বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
বিশেষ বর্ধিত সভায় জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সাথে পরিচিত,বিভিন্ন উপজেলা ও সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বক্তব্যে রাখেন নেতৃবৃন্দ।
কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের সরণের একমিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
Leave a Reply