মুরাদুজ্জামান জামালপুরঃ
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
দিবসটি উপলক্ষে এর আগে সকালে বকুলতলাস্হ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও তবারক বিতরণ করা হয়।
দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্হিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।
এ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সবস্তরের নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্হিত ছিলেন।
একইসঙ্গে জেলা আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সব শাখা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করছে।
দিবসটি ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।
১৫-০৮-২০২৩
Leave a Reply