মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জেলা পুলিশের সকল অফিসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে ‘সংরক্ষিত চেয়ার’। সংরক্ষিত এসব চেয়ারে দাপ্তরিক কাজে অফিসে যাতায়াত করা বীর মুক্তিযোদ্ধা ছাড়া অন্য কেউ বসতে পারবেন না। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদের এ ঘোষণায় আবেগে আপ্লুত হন উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ বলেন, পুলিশ সুপারের এমন ব্যতিক্রমী ঘোষণায় তিনিসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগন আনন্দিত।
পুলিশ সুপারের ব্যতিক্রমী ঘোষণা অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, প্রতিটি থানা, নৌ থানা, হাইওয়ে থানা, পুলিশ তদন্ত কেন্দ্রসহ পুলিশের সব অফিসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার থাকবে। পুলিশ সুপারের ঘোষণা প্রদানের ২৪ ঘন্টার মধ্যে জেলার পুলিশ অফিসগুলোতে সংরক্ষিত চেয়ার রাখা হয়েছে।
জামালপুরে সরকারি কোনো অফিসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার রাখার ঘটনা এটিই প্রথম।
Leave a Reply