1. haimcharbarta2019@gmail.com : haimchar :
জামালপুরে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন

জামালপুরে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৬৮ Time View

মেহেদী হাসানঃ

” উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের উদ্যোগে জামালপুরে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর এর মহা পরিচালক ড.সেলিনা আক্তার,প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন বলেন, পাটশিল্পকে ধ্বংস করতে বিএনপির শাসনামলে একের পর এক পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিলসহ দেশের ৮৮ টি পাটকলের মধ্যে ৬০টি পাটকলই বন্ধ করে দেওয়া হয়। আর বর্তমান সরকার বন্ধ পাটকলগুলো চালু করে নতুন ৩৫ হাজার কর্মসংস্থানের সৃষ্টি করছে।

বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, সরকার পাট শিল্প রক্ষার জন্য নতুন আইন করেছে। কোন পণ্য রপ্তানি করতে হলে পাটের তৈরি বস্তায় করতে হবে। পাটের হারানো সুদিন ফিরিয়ে আনতে এই সরকার বদ্ধপরিকর।

বক্তারা বলেন, সোনালী আঁশের বাংলাদেশ বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানী করে সর্বোচ্চ পাট রপ্তানীকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানী আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews