জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে এসএসসি ব্যাচ’ ২০১৯ এর আয়োজনে ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর ইনডোর স্টেডিয়ামে এ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নূরে আলম জিকু,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুনতাসীর রহমান সাদাফ প্রমূখ।