জামালপুর প্রতিনিধিঃ
‘টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। স্থানীয় বকুলতলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহর পদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোকলেছুর রহমান।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, ঝাউলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যাপক তারিকুল ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply