জামালপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর আসনে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ।
শনিবার সকালে ইসলামপুরের গুঠাইল এলাকায় উৎসব মুখর পরিবেশে লাঙ্গল মার্কা প্রতিকের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু।
এসময় জাতীয় পার্টির নেতাকর্মী ও ভোটারদের সাথে নিয়ে ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার,আমতলী বাজার ও ডেবরাইপেচ আগারী বাজার,বেলগাছা,
নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজার, ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া বাজারসহ বিভিন্ন এলাকায় এ নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । এ সময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা বাঁশি বাজিয়ে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে মোস্তফা আল মাহমুদকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল্লাহ,উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি জুয়েল সরকার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
জাপা নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমূখী দল। জাতীয় পার্টির লাঙ্গল প্রতিককে বিজয়ী করতে নির্বাচনী গণসংযোগ করা হচ্ছে ।
Leave a Reply