1. haimcharbarta2019@gmail.com : haimchar :
জামালপুরেট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত-৪ - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

জামালপুরেট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত-৪

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৬৪ Time View

মুরাদুজ্জামান জামালপুর।
জামালপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আঃ মজিদ, সোলায়মান হোসেন,সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইলকান্দাপাড়া গ্রামের বাসিন্দা। দূর্ঘটনায় আহত ৩ জনকে আশঙ্কাজন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যালকলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালেইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি পীরের বাড়িতে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকযোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়ামসজিদ এলাকায় ময়মনসিংহ গামী একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেঘটনাস্থলেই মারা যান আঃ মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথেমারা যান সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। গুরুতর আহত হানিফ উদ্দিন, খলিলুররহমান ও শফিকুল ইসলামকে ময়মনংিহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. হাফিজুররহমান স্বপন বলেন, কান্দাপাড়া এলাকা থেকে শেরপুর জেলার মুর্শিদপুরের একটি পীরের বাড়িরমসজিদে জুম্মার নামাজের উদ্দেশ্যে রওনা দেন তারা। রানাগাছা উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিকদূর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। একই এলাকার ৪ জন্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেএসেছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজহতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতেরা জুম্মার নামাজ পড়ার জন্য শেরপুর যাচ্ছিল। কিন্তুরানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় আসলে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকেআটক করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে।  

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews