জামালপুর প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুব লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ আগষ্ট) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন এর নেতৃত্বে রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জিএসএম মিজানুর রহমান মিজান,শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম প্রমূখ।
উদ্বোধনের পর দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ রক্তদানে অংশ নেন। জামালপুর জেলা যুব লীগের ব্যতিক্রমী এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
রক্তদান কর্মসূচি উদ্বোধনে বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের বুলেটের নির্মম আঘাতে ঝরা রক্ত আজো বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছে। আমরা বঙ্গবন্ধুর সেই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আজকে জামালপুর জেলা যুব লীগের এই রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ মোচনে আমরা কিছুটা অংশ নিতে চাই। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।
এসময় জেলা, শহর ও ওয়ার্ড যুব লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।