1. haimcharbarta2019@gmail.com : haimchar :
চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন নুরুল আমিন রুহুল - হাইমচর বার্তা
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ অপরাহ্ন

চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন নুরুল আমিন রুহুল

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আসন ২৬১, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ উপজেলায়) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ফরম কিনলেন বর্তমান সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল। রবিবার (১৯ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তিনি তার নির্বাচনী এলাকাসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। এসম তিনি বলেন, আমি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেন। আমি জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তারপর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। সুখে দুঃখে জনগণের পাশে থেকেছি।

তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলাম। জনগনের দোয়া ও ভালোবাসা আছে আমার উপর। আমি আশাবাদী এবারও দলীয় মনোনয়ন আমি পাবো ইনশাআল্লাহ। সেজন্য আবারও সকলের কাছে দোয়া চাই।

উল্লেখ্য গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং নির্বাচন ৭ জানুয়ারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews