মোঃ আরিফুল ইসলাম।।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে এ চাল দেওয়া হয়।
৬ মার্চ রবিবার, সকাল ৯ টা থেকে দিন ব্যাপী ১৮৬৭ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খানজাহান আলী কালু পাটওয়ারী, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার তাপস দাস, ১ নং ওয়ার্ড মেম্বার খাজা আহমদ পাটওয়ারী, ৩ নং ওয়ার্ড মেম্বার শেখ মোঃ রুবেল, সহ অন্নান্য মেম্বারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চাঁদপুর জেলার চারটি উপজেলায় মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষা অভিযান অব্যহত থাকবে।
এ সময়ে চাঁদপুর জেলার পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল দেওয়া হবে।
Leave a Reply