মোঃ আরিফুল ইসলাম।।
চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়।
গতকাল ৮ মার্চ মঙ্গলবার , সকাল ১০ টা ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধনে ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার রাড়ির সভাপতিত্বে পরিচালনা করেন ইউপি সচিব ফজলুল হক গাজী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন এর উপস্থিতিতে ২১২৮ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরণ করেন।
এছাড়াও ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদের মেম্বারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলার চারটি উপজেলায় মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষা অভিযান অব্যহত থাকবে।
এ সময়ে চাঁদপুর জেলার পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল দেওয়া হবে।
Leave a Reply