চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ টি বাল্কহেড, তিনটি ড্রেজার জব্দ ও ৬২ শ্রমিককে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ।
৬ আগষ্ট (রবিবার) পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের ছয়টি ইউনিট এই অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।
এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, পদ্মা-মেঘনা নদীতে বালু উত্তোলন এবং ড্রেজার দিয়ে বালু উত্তলন নিষিদ্ধ রয়েছে। কিন্তু কিছু মালিক – শ্রমিকেরা রাতে অবাধে বালু উত্তোলন ও বাল্কহেড চলাচল করছে। তাই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচলের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সম্প্রতি পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাই নদীতে নৌযান নির্বিঘ্নে চলাচল অব্যাহত রাখতে এই অভিযান চলমান থাকবে। এছাড়াও আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি, রাতের আধারে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে বেশকিছু চক্র। চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ও লক্ষ্মীপুর ইউনিয়নের মেঘনা নদীতে সারারাত ব্যাপী অবৈধভাবে বালু উত্তোলন করে।
সেই সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার সহ বালু বোঝাই বলগেট আটক করতে সক্ষম হয়। এছাড়া চাঁদপুরের শেষ সীমানাঞ্চল হাইকচর এলাকায় বেশ কিছুদিন যাবত বালু উত্তোলন করছে কয়েকটি চক্র। তারা প্রশাসনের কিছু কর্মকর্তাকে টাকা দিয়ে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন করে। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ইব্রাহিমপুর এলাকার নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে। নদীর তীরবর্তী এলাকার মানুষ প্রতিবাদ করেও এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারেনি।
এই বিষয়গুলি দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাই সচেতন মহল।
Leave a Reply