1. haimcharbarta2019@gmail.com : haimchar :
চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর মৃত্যু - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন

চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৮ Time View

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার দুই পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকার মিয়ারবাজার স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল9 আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)। তারা দুইজনেই প্রাথমিক সহকারি নিয়োগ পরীক্ষার অংশ নি‌তে চাঁদপুর আস‌ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি এবং হাজীগঞ্জগামী পিকআপটি ঘোষেরহাট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ফাতেমা আলম মারা যায়। ওই সিএনজিতে থাকা আরো ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখাসে আবদুল্লাহ নামের আরেক পরীক্ষার্থী মারা যায়। নিহতরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজীগঞ্জ থেকে সিএনজি করে চাঁদপুর আলআমিন স্কুল এন্ড কলেজে আসছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় সিএনজি ও পিকআপের চালক পলাতক রয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews