চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে নকল জদ্দাসহ ১ জন কে আটক করে।
গতকাল সোমবার চাঁদপুর কর্তৃক বিপুল পরিমান নকল জর্দ্দা উদ্ধার ও কারখানা সিলগালা। আটক ব্যক্তি মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায় এসআই/মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন৫নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সকদি পাঁচগাঁও সাকিনস্থ আব্দুল মজিদ মিজির বাড়ীর আজাদ মিয়ার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া অবৈধ ভাবে বিভিন্ন কোম্পানীর স্টীকার ব্যবহার করে ভেজাল জর্দ্দা তৈরির কারখানা হইতে আজাদ হাকিমপুরী জর্দ্দা ০৪ বস্তা, আজাদ হাকিম পাতা ০৪ বস্তা, আজাদ আকিজ জর্দ্দা ০৪ বস্তা, তামাকের গুড়া ০৫ বস্তা, অটো প্যাকিং মেশিন ০২টি, কোটা জরাই মেশিন ০১টি, কোটা কাটিং মেশিন ০৬টিসহ ইত্যাদি সরঞ্জামাদি জব্দ করা হয়। তখন উক্ত কারখানার মালিক রিপন মিজি (৩৫), পিতা-মজিদ মিজি, সাং-সকদি পাঁচগাঁও, থানা-সদর, জেলা-চাঁদপুরকে ভ্রাম্যমান আদালত ৩,০০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত উক্ত অবৈধ কারখানাটি সিলগালা করে দেন। এই সংক্রান্তে পুলিশ সুপার, চাঁদপুর জানান, প্রতিনিয়ত নকল, ভেজাল মজুদদারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply