হোসনে মোবারক:
চাঁদপুর বাস্ট্যান্ডে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেডিং টীম সদস্যরা। রির্পোট লেখা পর্যন্ত অভিযুক্ত চাঁদপুর সদর মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার ২২ মে রাত আনুমানিক ১১ টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ স্বর্ণখোলা রোডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স এর বেস্ট এন্ড টেস্ট ফাস্ট কর্ণার দোকানের পূর্ব পার্শ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১. মোঃ রাব্বি খান (২৯) পিতা- মোঃ শাহ আলম খান মাতা- মোসাঃ মালা বেগম, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল। ২. তাছলিমা আক্তার নাসরিন প্রকাশ শাপলা (২৮) স্বামী- মৃত হারুন মিয়া পিতা- মৃত মজনু মিয়া মাতা- মৃত ফিরোজা বেগম থানা- কসবা, জেলা- ব্রাক্ষ্মনবাড়িয়া তাদের নিকট থেকে ০৮(আট) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা । উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার অভিযান করি। এতে একজন নারীসহ মোট দু’জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হই। অভিযান অব্যহত আছে এবং চলবে।
Leave a Reply