নিজস্ব সংবাদদাতা।
চাঁদপুরের সেই সেলিম চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের জেরে সমালোচিত চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ৪২ জন সদস্যের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের নিয়ম ও শৃঙ্খলা বহির্ভূত কাজ করা ও বিভিন্নভাবে দলের বদনাম করার কারণে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে জেলা আওয়ামী লীগ।
এছাড়াও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলের বিরুদ্ধে বক্তব্য প্রদান করার কারণে শোকজ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করা ও বিভিন্নভাবে দলের বদনাম করার কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দলীয় পদ-পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে প্রকাশ্যে জেলা আওয়ামী লীগের সভাপতির ও দলের বিরুদ্ধে বক্তব্য প্রদান করার কারণে শোকজ করা হয়েছে।
তিনি আরও জানান, এ সভায় জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ সেলিম খানকে এতদিন কেন বহিষ্কার করা হল না সে বিষয়ে প্রশ্ন তোলেন। সদস্যরা দাবি করেন সেলিম খানের জন্য এতদিন দল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে আরও আগে দল থেকে বহিষ্কার করার প্রয়োজন ছিল।