নাজমুল আলমঃ
চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ ও আগামী সদস্য নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ের লক্ষ্যে হাইমচর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) হাইমচর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করা লক্ষ্য প্রস্তুতি সভা উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ ওমর ফারুক পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের সদস্য মোঃ ওছমান গনি, উপজেলা যুবলীগের সদস্য শাহজাহান মিয়া, জুয়েল মৃধ্যা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম দেওয়ান, মনির গাজী, ফারুক মাঝিসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply